ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

হামজা চৌধুরী’র দুর্দান্ত অভিষেক, ম্যাচসেরা পুরস্কার অর্জন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৪:৫৮ পিএম

হামজা চৌধুরী’র দুর্দান্ত অভিষেক, ম্যাচসেরা পুরস্কার অর্জন

ছবি: ইন্টারনেট

বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী তার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচে তিনি খেলেছেন অসাধারণ, হয়ে উঠেছেন ম্যাচসেরা এবং দলের জয় নিশ্চিত করেছেন। তার পারফরম্যান্সে ভর করেই শেফিল্ড ইউনাইটেড ১-০ ব্যবধানে ডার্বি কাউন্টিকে পরাজিত করেছে।

হামজা চৌধুরী, যিনি মিডফিল্ডারের দায়িত্বে ছিলেন, দলের আক্রমণ ও রক্ষণে সমানভাবে ভূমিকা রেখেছেন। প্রথম ম্যাচে তার উপস্থিতি ছিল কার্যকর এবং তিনি ছিলেন একেবারে ছন্দে। হামজা মাঠে ৬১ বার বল ছুঁয়েছেন এবং তার প্রতিটি পাস ছিল যথাযথ। প্রতি পাঁচটি পাসের মধ্যে চারটি ছিল সঠিক। তিনি কোনো ড্রিবল হারাননি এবং ৪টি লং বল সরাসরি সঠিক জায়গায় পাঠিয়েছেন। 

রক্ষণে হামজা আরও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন ৩ বার এবং ২ বার পাস আটকালেন। এছাড়াও, মাঠের অন্যান্য লড়াইয়ের মধ্যে ৫ বার জয়ী হয়ে তার দক্ষতা প্রমাণ করেছেন। 

এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য হামজা ম্যাচসেরা পুরস্কারও অর্জন করেছেন। শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে অনুষ্ঠিত ভোটিংয়ে ৭০ শতাংশের বেশি মানুষ তাকে ম্যাচসেরা হিসেবে নির্বাচিত করেন। 

হামজার কোচ ক্রিস ওয়াইল্ডার তার পারফরম্যান্স দেখে খুবই সন্তুষ্ট ছিলেন। প্রথম ম্যাচ হিসেবে তিনি হামজাকে ৭০ মিনিট পর্যন্ত খেলানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার অসাধারণ পারফরম্যান্সের কারণে পুরো ম্যাচটি খেলার সুযোগ পেয়েছেন। কোচ বলেন, “হামজা নিজের মতো করে খেলেছে। যদিও সে অনেক দিন মাঠের বাইরে ছিল, কিন্তু মাঠে তার ছাপ পড়তে দেয়নি। সে বেশ ছন্দে ছিল।” 

এই জয় শেফিল্ড ইউনাইটেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ পয়েন্ট তালিকার দুইয়ে নিজেদের স্থান ধরে রাখা দলটি আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্রেন্টন দিয়াজের একমাত্র গোলেই জয় নিশ্চিত হয়েছে শেফিল্ড ইউনাইটেডের।

রূপালী বাংলাদেশ

Link copied!