প্রথমার্ধে নিজেদের ঠিকে মেলে ধরতে পারেনি বার্সেলোনা। তবে বিরতির পর স্বরুপে ফিরল দলটি। জালের দেখা পান রবের্ত লেভানডোভস্কি। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে অবনমন অঞ্চলের দল আলাভেসের বিপক্ষে কষ্টার্জিত জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল।
অলিম্পিক স্টেডিয়ামে রোববার লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। দলটির এ জয় লা লিগার পয়েন্ট টেবিলে নিয়ে এসেছে নতুন রোমাঞ্চ। বর্তমানে ২২ ম্যাচ খেলে সবার ওপরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৪৫। আর দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮। অর্থাৎ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে। আর আতলেতিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৩। পয়েন্ট তালিকার এমন চিত্র সামনের দিনগুলোয় লা লিগায় হাড্ডাহাড্ডি শিরোপা লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে।
রবিবার মাঠের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। স্বাগতিক বার্সাকে ম্যাচজুড়ে বেশ চাপেই রাখে আলাভেস। যদিও আজ শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে কাতালান ক্লাবটি।
রবিবার ঘরের মাঠে শুরুতে নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি বার্সেলোনা। এর মধ্যে চোট নিয়ে ম্যাচের শুরুতে গাভি মাঠ ছাড়ে। যে কারণে আরও সমস্যায় পড়ে তারা। এ সময় আলাভেসের রক্ষণও ছিল বেশ দৃঢ়। তাই ঠিকমতো শটও নিতে পারেনি স্বাগতিকরা।
বিরতির পর গোলের জন্য আরও মরিয়া হয়ে চেষ্টা করে বার্সা। শেষ পর্যন্ত রবার্ট লেভানডোভস্কির দারুণ এক গোলে ডেডলক ভাঙে কাতালান ক্লাবটি। এবারের লিগে পোলিশ তারকার এটি ১৭তম গোল। এগিয়ে যাওয়ার পর গোলের আরও কিছু সুযোগ তৈরি করে বার্সা।কিন্তু কোনোটাই ব্যবধান বাড়ানোর জন্য যথেষ্ট ছিল না। অন্য দিকে প্রথমার্ধে কোনো সুযোগ তৈরি করতে না পারা আলাভেস দ্বিতীয়ার্ধে কয়েকবার আক্রমণে গিয়েছিল, যদিও তাতে সমতা ফেরাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠে ছাড়ে কতালানরা।
লা লিগায় শনিবার রাতে এস্পানিওলের কাছে রিয়াল মাদ্রিদের হারে রবিবার বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। অবনমন অঞ্চলের দল আলাভেসের বিপক্ষে জিতে সেটাই করে দেখাল দলটি।
আপনার মতামত লিখুন :