বিপিএলের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ থেকে। যেখানে আজ (সোমবার) দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। এই ম্যাচে যে দল হারবে সেই দল বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স। ইতোমধ্যে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ আন্দ্রে রাসেল। তার সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস ভিন্স।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদের বিমান ঢাকায় পৌঁছেছে, এ তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্স সংশ্লিষ্ট একটি সূত্র।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, প্লে-অফের আগে রংপুর রাইডার্স বিদেশি তারকাদের দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে আইএল টি-টোয়েন্টি লিগের পর অনেক আন্তর্জাতিক ক্রিকেটারকে পাওয়া যাবে। এর মধ্যে সবার আগে নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে দলে নেওয়ার কথা জানায় ফরচুন বরিশাল।
এরপর রংপুর রাইডার্স বড় চমক দেয়। জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেটার আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে তারা দলে নিয়েছে। পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসদের চলে যাওয়ার পর রংপুরের দলে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করলো এই নতুন তিন বিদেশি।
এছাড়া কাউন্টি দল ডার্বিশায়ার থেকে আনা হচ্ছে অনেরিন ডোনাল্ডকে। ২৮ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার যেকোনো বোলিং আক্রমণকে বিপদে ফেলতে সক্ষম। সবমিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনে শক্তিশালী দল তৈরি করেছে রংপুর রাইডার্স।
আপনার মতামত লিখুন :