লেগানেসকে উড়িয়ে সেমিফাইনালে রিয়াল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:৩২ এএম

লেগানেসকে উড়িয়ে সেমিফাইনালে রিয়াল

ছবি: সংগৃহীত

কোপা দেল রেতে লেগানেসকে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কোপা দেল রে‍‍`র কোয়ার্টার ফাইনালে  লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ।

লুকা মদ্রিচ ও এন্দ্রিকের লক্ষ্যভেদে রিয়াল এগিয়ে যাওয়ার পর লেগানেসের হয়ে দুই অর্ধে দুটি গোল করেন হুয়ান ক্রুস। ৯৩তম মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলে দলকে উল্লাসে ভাসান ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।

হালকা চোটের কারণে এই ম্যাচে ছিলেন না রিয়ালের দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। চোটের ছোবলে তাদের আরও কয়েক জন খেলোয়াড় আছেন বাইরে। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে।

লা লিগায় ১৬তম স্থানে থাকা লেগানেস প্রথম আট মিনিটে কয়েক দফায় ভীতি ছড়ায় রিয়ালের রক্ষণে। এই সময়ের মধ্যে গোলের জন্য চারটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে তারা। অস্কার রদ্রিগেসের ওই শট ঠেকান গোলরক্ষক আন্দ্রি লুনিন।

রিয়াল প্রথম ভালো সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। ব্রাহিম দিয়াসের পাসে ভালো পজিশনে বল পান এন্দ্রিক, কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন লেগানেস গোলরক্ষক।

অষ্টাদশ মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রেয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।

এই মৌসুমের আগে কোপা দেল রেতে কোনো গোল ছিল না মদ্রিচের। সেখানে এবার তিন ম্যাচে ২টি গোল করলেন ৩৯ বছর বয়সী তারকা।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাকিটা সারেন এই তরুণ।

আসরে ৩ ম্যাচে ৩ গোল করলেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। তারই শট বক্সে রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিউস। ৫০তম মিনিটে গোল পেতে পারতেন তিনি। তার কোনাকুনি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। খানিক পর অল্প সময়ের ব্যবধানে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এদ্রিক।

৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এক সতীর্থকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এই স্প্যানিশ উইঙ্গারের শট রিয়ালের ডিফেন্ডার ফেরলদ মদিঁর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না লুনিনের।

পাঁচ মিনিট পর আরেকটি সুযোগ পান ভিনিসিউস। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাছ থেকে তার প্রচেষ্টা গোলরক্ষককে ছুঁয়ে পোস্টে লাগে। ৭৫তম মিনিটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্রাহিম দিয়াসের চিপ শট বাধা পায় ক্রসবারে।

৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে লেগানেসের দানি রাবার জোরাল নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন লুনিন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কর্নারে গোলরক্ষক বরাবর হেড করেন রিয়ালের অহেলিয়া চুয়ামেনি।

তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট গোলরক্ষক ঠেকানোর পর উড়িয়ে মারেন দানি সেবাইয়োস। এরপর শেষ মুহূর্তে গার্সিয়ার ওই গোলে রিয়ালের জয়োল্লাস। ডান দিক থেকে ব্রাহিমের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন ৮২তম মিনিটে এন্দ্রিকের বদলি নামা এই তরুণ।

আরবি/এসবি

Link copied!