ফুটবলকে মার্সেলোর বিদায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:৩৫ এএম

ফুটবলকে মার্সেলোর বিদায়

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো ফুটবলকে বিদায় জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানান এই ব্রাজিলিয়ান তারকা।

টেকনিক্যাল ব্রিলিয়ান্স এবং আক্রমণাত্মক দক্ষতার জন্য পরিচিত মার্সেলো রিয়াল মাদ্রিদে ২৫টি ট্রফি জিতেছেন। দীর্ঘ এবং ট্রফি-ভরা একটি ক্যারিয়ার অবশেষে সমাপ্তির পথে।

মার্সেলো রিয়াল মাদ্রিদে ১৫ বছর কাটিয়েছেন এবং ক্লাবটির স্বর্ণযুগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন, পাশাপাশি ছয়টি লা লিগা এবং দুটি কোপা দেল রে শিরোপাও অর্জন করেছেন।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর, তিনি অলিম্পিয়াকোসের সাথে অল্প সময় কাটান। এরপর ২০২৩ সালে তিনি ফ্লুমিনেন্সে ফিরে আসেন, যেখানে তার শেষ মৌসুমে কোপা লিবার্তাদোরেস শিরোপা জয় করেন, যা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল।

তবে ২০২৪ সালের নভেম্বরে গ্রেমিওর বিপক্ষে একটি ম্যাচে ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে তর্কের পর ক্লাবটি ছেড়ে দেন। এরপর থেকে তিনি ক্লাবহীন ছিলেন। মার্সেলো ২০০৭ সালে ১৮ বছর বয়সে ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন।

নিজের অবসর ঘোষণা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্সেলো বলেন, “খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানে শেষ, কিন্তু ফুটবলকে আমি অনেক কিছু দিতে পারব।”

ব্রাজিলের জার্সিতে ৫৮ ম্যাচে ৬ গোল করা মার্সেলো জাতীয় দলের হয়ে কখনো বড় কোনো শিরোপা জয় করতে পারেননি। তবে তিনি ২০১৩ সালে ঘরের মাটিতে কনফেডারেশন কাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ২০১২ ও ২০০৮ অলিম্পিকে যথাক্রমে রুপা এবং ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

আরবি/এফআই

Link copied!