বিপিএল-এর বছর ঘুরে আবারও চূড়ান্ত ফাইনাল ম্যাচের অপেক্ষা। এবারের ফাইনালে মুখোমুখি চমক দেখানো চিটাগাং কিংস এবং গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
এই আসরে দাপট দেখানো চট্টগ্রাম তাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় এবং শিরোপার আক্ষেপ ঘুচানোর জন্য মাঠে নামবে। অন্যদিকে, তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল দলটি গতবারের শিরোপা ফিরে পেতে চাইবে। তাদের লক্ষ্য এবারও কীর্তনখোলা পাড়ে ট্রফি ফেরানো।
এই ম্যাচ চিটাগাং কিংসের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ তারা ফাইনালের আগে কোনো অনুশীলন করেনি। তবে, তারা তাদের নিজেদের সক্ষমতা ও সমর্থনের উপর ভরসা রাখছে। ফাইনালটি আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে।
ফরচুন বরিশাল তার দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে। যদিও ঘরের শত্রু বিভীষণ নয় তামিম ইকবাল। চট্টলার ছেলে গত দুইবার ধরে বরিশালের কাপ্তান। কর্ণফুলী পাড়ের দলটার হৃদয় ভাঙার দায়িত্বটা নিতে হবে তাকেই। বিপিএলের ফাইনালে কখনোই না হারা খান সাহেব ফাইনালের আগে দীর্ঘসময় ব্যাটে শানও দিয়েছেন।
বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগাং, সিলেট, ঢাকা যেখানেই খেলি, সবসময় দর্শক ছিল বরিশালের পাশে। আমরা অনেক ভাগ্যবান।’
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়া এক বিশাল লক্ষ্য। আমি বিশ্বাস করি যদি আমরা শান্ত থাকতে পারি, চাপের মধ্যে না এসে ভালো খেলতে পারি, তাহলে আমাদের সুযোগ থাকবে।’
তবে চিটাগাং কিংসও কিন্তু কম নয়। তাদের কোচ শন টেইট বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী। ফাইনালটা ফিফটি-ফিফটি হবে, তবে আমরা শেষ পর্যন্ত হতাশা নিয়ে ফিরতে চাই না।’
এবার ফাইনালের আগে দুই দলের মধ্যে তিনটি ম্যাচ হয়েছে, যার মধ্যে চিটাগাং দুইবার হেরেছে। তবে পরিসংখ্যান দিয়ে কিছু আসে যায় না, তাই এখন শুধুই শেষটা রাঙানোর কথা।
আপনার মতামত লিখুন :