স্প্যানিশ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে এক দারুণ গোল উৎসবে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখল বার্সালোনা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে কাতালান জায়ান্টদের এই জয়ের পথে বড় অবদান রাখেন ফেররান তরেস, যিনি হ্যাটট্রিক করেন।
বার্সালোনা ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। তৃতীয় মিনিটে ফেররান তরেস বাঁ-দিক থেকে আলেহান্দ্রো বাল্দের পাস পেয়ে গোলের সূচনা করেন। ১৭ মিনিটে তরেস নিজের দ্বিতীয় গোল করেন। লামিনে ইয়ামালের শট পোস্টে লাগার পর ফিরতি বলটি তিনি জালে পাঠান।
এরপর ২৩ মিনিটে পেদ্রির পাস থেকে ফের্মিন লোপেস স্কোরলাইন ৩-০ করেন। আর ৩০ মিনিটে ফেররান তরেস নিজের সাবেক ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকটি পূর্ণ করেন। রাফিনিয়ার পাস থেকে তিনি নিচু শটে গোল করেন।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা তাদের আধিপত্য অব্যাহত রাখে। ৫২ মিনিটে ভাগ্য সঙ্গী না হওয়া ইয়ামাল ৫৯ মিনিটে গোলটি করেন, নিশ্চিত করেন ৫-০ জয়।
এই জয়ের সাথে বার্সেলোনা তাদের সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং কাপজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।