ইয়াশাকে চিটাগাংয়ের আইনি নোটিশ, কিন্তু কেন?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১২:৩৬ পিএম

ইয়াশাকে চিটাগাংয়ের আইনি নোটিশ, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

বিপিএল-২০২৫ এর অন্যতম আলোচিত চরিত্র ইয়াশা সাগর। যিনি চিটাগাং কিংসের হোস্ট হিসেবে মাঠের বাইরে দর্শকদের নজর কাড়েন। তবে আসরের শেষাংশে হঠাৎ করে দৃশ্যপট থেকে উধাও হয়ে যান তিনি। যা নিয়ে বেশ কিছু গুঞ্জন উঠেছিল। সেমিফাইনালে চিটাগাং কিংসের সফলতার পরেও সমর্থকরা দেখতে পাননি ইয়াশাকে।

এ বিষয়ে অবশেষে চিটাগাং কিংসের পক্ষ থেকে একটি আইনি নোটিশ পাঠানো হয় ইয়াশা সাগরের বিরুদ্ধে। কারণ তিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর চিটাগাং কিংসের সঙ্গে তার চুক্তি হয়েছিল, যাতে বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত ছিল। চুক্তির ৯ ধারায় স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের উল্লেখ ছিল, যা ইয়াশা সাগর পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, ইয়াশা সাগর আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে অংশ নেননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউটও সম্পন্ন করেননি। ফলে চিটাগাং কিংসের আর্থিক ও সুনাম ক্ষতির সম্মুখীন হয়েছে। চিটাগাং কিংস তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা ঘোষণা করেছে।

গত ২ ফেব্রুয়ারি ইয়াশাকে আইনি নোটিশটি পাঠানো হয় এবং ইয়াশাকে ২ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে বলা হয়। কিন্তু ৩ ফেব্রুয়ারি ইয়াশা হোটেল ছেড়ে চলে যান এবং পরে জানা যায় তিনি নিরাপদে ভারতে চলে গেছেন।

আরবি/এফআই

Link copied!