ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করল ভিনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত

তারকা  ফুটবলার ভিনিসিউসকে বাগিয়ে নিতে একের পর এক বিগ অফার নিয়ে হাজির হচ্ছে সৌদি ক্লাব। তারপরেই ভিনিসিউসকে নতুন চুক্তির অফার করেছে রিয়াল মাদ্রিদ। তবে বেতন কম হওয়ায় ক্লাবটির প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভিনিসিউস জুনিয়র।

দুই সপ্তাহ আগে ভিনিসিউসের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার সেই চুক্তি প্রত্যাখ্যান করেছেন। কারণ নতুন চুক্তির প্রস্তাবটি খুবই কম ছিল বলে জানা গেছে। বিশেষ করে যেখানে সৌদি প্রো লিগের কর্মকর্তারা তার জন্য তার জন্য বড় অফার রেডি করে রেখেছে।   

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে, এখানে থাকতে এবং রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফি জিততে সে খুবই উত্তেজিত। আমার মনে হয়, সে গৌরব অর্জনের কথায় ভাবছে।’ 

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউসের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। তার বর্তমান চুক্তিতে তিনি স্বাক্ষর করেছিলেন ২০২২ সালে। তবে এই চুক্তিতে রিলিজ ক্লজ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো। তারপরেও রিয়াল মাদ্রিদ তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। চলতি গ্রীষ্মে ভিনিসিউসের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন ওঠে। তার প্রেক্ষিতে এই প্রস্তাব দিয়েছিল লস ব্লাঙ্কোসরা। 

[30029]

রিয়াল মাদ্রিদ নতুন চুক্তির প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। জানা গেছে, নতুন প্রস্তাব একেবারে কম হওয়ায় তা ফিরিয়ে দিয়েছেন তিনি। বিখ্যাত সংবাদমাধ্যম দ্য অ্যাথিলেটিক ও স্প্যানিশ ক্রীড়া দৈনিক রেলেভো খবর প্রকাশ করেছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করার পর ক্লাবের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভিনিসিউস। 

ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ভিনিসিউস তার বাড়াতে চাইছে। তিনি এমন অঙ্কের বেতন চান, যা তার বর্তমান পারফরম্যান্স এবং বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হিসেবে তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। 

দ্য অ্যাথলেটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, কর বাদ দিয়ে ভিনিসিউসের বর্তমান বেতন প্রায় সাড়ে ১২ মিলিয়ন পাউন্ড। যা গত বছর রিয়ালে আসা এমবাপ্পের বেতনের সমান। 

এদিকে, তার ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চিত ভিনিসিউস। সৌদি প্রো লিগের ক্লাবগুলো তাকে দলে টানতে আগ্রহী। গত গ্রীষ্মে প্রাথমিক আলোচনার পর ডিসেম্বরে সৌদি প্রতিনিধিরা আবারও ভিনিসিউসের সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরেই নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদ।