গোলে ফিরলেন মেসি, বিশাল জয় পেল মায়ামি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০১:১৪ পিএম

গোলে ফিরলেন মেসি, বিশাল জয় পেল মায়ামি

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামি এক দুর্দান্ত প্রাক-মৌসুম ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। এই ম্যাচে মেসি নিজেও পেয়েছেন গোল এবং সহায়তা করেছেন আরও দুটিতে। এছাড়া, মায়ামির হয়ে আরও গোল করেছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর।

এদিন ম্যাচ শুরুর আগে, উত্তর হন্ডুরাসে ভূমিকম্প আঘাত হানে। যা মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬। তবে, তাতে কোনও ব্যাঘাত না ঘটে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি, যখন সুয়ারেজ তার কাছে বল পাঠান। এরপর প্রথমার্ধে রডোনডো ও নোয়াহ অ্যালেনের গোলে সহায়তা করেন মেসি।

দ্বিতীয়ার্ধে, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর গোল করে মায়ামিকে আরো বড় জয় এনে দেন।

এখন পর্যন্ত প্রাক-মৌসুমে দারুণ পারফর্ম করে, মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে ১৯ ফেব্রুয়ারি স্পোর্টিং কেসির বিপক্ষে খেলবে এবং এরপর ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে তাদের লিগ মৌসুম শুরু হবে। 

আরবি/এফআই

Link copied!