এক ফ্লিকেই বার্সার ঝলক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:৫৪ পিএম

এক ফ্লিকেই বার্সার ঝলক

ফাইল ছবি

জার্মান কোচ হ্যান্সি ফ্লিক যেন জাদু পাথর হাতে বার্সেলোনায় এসেছেন। গোলের জন্য যারা অতীতে ব্যর্থ হচ্ছিল, তাদের বদলে এখন গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। এখন নিয়মিত গোল পাচ্ছে বার্সেলোনা। শুধু গোল নয়, প্রতিপক্ষের বিপক্ষে তারা রীতিমতো গোল উৎসবও করছে। সম্প্রতি সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে কাতালানরা।

হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং ফ্রেন্ডলি ম্যাচ মিলিয়ে মোট ৪০টি ম্যাচ খেলেছে। এই ৪০ ম্যাচে তারা ১১৯টি গোল করেছে এবং ৪৬টি গোল হজম করেছে। তবে, বিশেষ কথা হলো, ১৬টি ম্যাচে বার্সেলোনা ৪টি বা তার বেশি গোল করেছে। এই পরিসংখ্যান দেখিয়ে দেয়, লেভানদোভস্কি, রাফিনহা, ইয়ামালরা মাঠে কতটা আক্রমণাত্মক খেলছে।

ফ্লিকের অধীনে বার্সেলোনা ৪০ ম্যাচের মধ্যে ২৭টি ম্যাচে জয়লাভ করেছে। এছাড়া ৭টি ড্র এবং ৬টি ম্যাচে হারেছে। ৪০ ম্যাচের মধ্যে পাঁচবার ৪টি গোল করেছে তারা, ৯টি ম্যাচে ৫টি গোল করেছে এবং দুই ম্যাচে ৭টি গোল করেছে। চারটি ম্যাচে ৩টি গোলও করেছে তারা। অবাক হওয়ার মতো বিষয় হলো, মাত্র তিনটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। অর্থাৎ, ফ্লিকের অধীনে ৪০টি ম্যাচের ৩৭টিতেই গোল করেছে কাতালানরা।

চলতি চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। গ্রুপ পর্বে ৮টি ম্যাচে তারা ৬টি জয় পেয়েছে, ১টি ড্র এবং ১টি হেরেছে। ৮ ম্যাচে ২৮টি গোল করেছে তারা, এবং হজম করেছে ১৩টি। তিনটি ম্যাচে প্রতিপক্ষের জালে ৫টি করে গোল দিয়েছে বার্সেলোনা।

স্প্যানিশ লা লিগায় শিরোপার জন্য ভালোভাবে লড়ছে বার্সেলোনা। ২৩টি ম্যাচে তাদের পয়েন্ট ৪৮। টেবিলের তিন নম্বরে থাকলেও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্ট পেছনে রয়েছে।

ফ্লিকের অধীনে বার্সেলোনা দুইবার প্রতিপক্ষের জালে ৭টি গোল করেছে। আগস্টে রিয়াল ভায়োলিদের বিপক্ষে ৭-০ ব্যবধানে জয় পায় তারা। এরপর জানুয়ারিতে ভ্যালেন্সিয়াকে ৭-১ ব্যবধানে হারায়।

এছাড়া, সেপ্টেম্বর মাসে ওসাসুনার কাছে ৪-২ গোলে হারতে হয়েছিল। তবে ২১ জানুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ৫-৪ ব্যবধানে জয়লাভ করেছিল বার্সা।

জানুয়ারিতে ৮টি ম্যাচে ৩১টি গোল করেছে বার্সেলোনা। তবে, অক্টোবর মাস ছিল তাদের গোল উৎসবের মাস, যেখানে ৫ ম্যাচে তারা ২১ গোল করেছে।

আরবি/এফআই

Link copied!