আর্জেন্টাইন মিডফিল্ডার আলান ভারেলা, যিনি বর্তমানে পোর্তোর হয়ে খেলছেন, লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামতে বিশেষভাবে মুখিয়ে আছেন।
আগামী জুনে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাব ইন্টার মায়ামি এবং ভারেলার পোর্তো একই গ্রুপে পড়েছে। এর মাধ্যমে মেসির বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন ২৩ বছর বয়সী এই তরুণ ফুটবলার।
[34069]
ফিফা ক্লাব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পোর্তো এবং মায়ামির সঙ্গে রয়েছে ব্রাজিলের পালমেইরাস ও মিশরের আল আহলি। ১৯ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় এই দুই দল একে অপরের বিপক্ষে খেলবে।
ভারেলা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে খেলতে না পারলেও, ক্লাব ফুটবলে তাকে প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ পাওয়াটা বিশেষ কিছু।
[34070]
ফিফার ওয়েবসাইটে তিনি বলেন, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তার বিরুদ্ধে খেলাটা আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। আশা করি, ওই ম্যাচে সে ভালো খেলবে না, তবে আমরা আমাদের সেরাটা দিয়ে পোর্তোকে জয়ী করব। পোর্তোতে নিয়মিত খেলোয়াড় হিসেবে ভারেলা চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছেন। যদিও গোল করতে পারেননি, তবে তিনটি অ্যাসিস্ট করেছেন।