তিন মাসের নিষেধাজ্ঞা পেলেন সিনার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৮:০৩ পিএম

তিন মাসের নিষেধাজ্ঞা পেলেন সিনার

ছবি: সংগৃহীত

ডোপ-কাণ্ডে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ইতালিয়ান টেনিস তারকা  ইয়ানিক সিনার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন সিনার।

একটি বিবৃতিতে সিনার জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধঘোষিত পদার্থ গ্রহণ করেননি এবং দুটি পরীক্ষায় পজিটিভ হলেও কোনো টেনিস প্রতিযোগিতায় বাড়তি সুবিধা অর্জন করেননি। তার এই স্বীকারোক্তি বিশ্ব ডোপিংবিরোধী এজেন্সি (ওয়াডা) মেনে নিয়েছে বলে উল্লেখ করেছেন তিনটি গ্র্যান্ডস্ল্যামজয়ী ২৩ বছর বয়সী তারকা।

২০২৪ সালের মার্চ মাসে পরীক্ষায় সিনারের শরীরে নিষিদ্ধ ক্লোস্টবল পাওয়া যায়। কিন্তু একটি স্বশাসিত ট্রাইব্যুনাল তাকে খেলা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। এরপর ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন সিনার। তবে বিষয়টির সঙ্গে সহমত ছিল না ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডাব্লিউএডিএ)। পরবর্তীতে ডাব্লিউএডিএ’র সঙ্গে সমঝোতা করেন সিনার। 

এবার নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিলেন এই ইতালিয়ান টেনিস তারকা। সদ্য অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এই টেনিস তারকা জানিয়েছেন, তার শরীরে যে নিষিদ্ধ পদার্থ (ক্লোস্টবোল) পাওয়া গিয়েছে, সেটা তাকে দিয়েছেন ফিজ়িওথেরাপিস্ট। শরীরে কেটে যাওয়া অংশ সারানোর জন্য ফিজ়িওথেরাপিস্ট একটি স্প্রে দেন, সেটা তার শরীরে প্রবেশ করে। 

তার এই যুক্তি মেনে নিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডাব্লিউএডিএ)। সেই সঙ্গে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে তারা। সিনারের শাস্তি নিয়ে ডাব্লিউএডিএ জানিয়েছে, সিনারকে ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে রাত ১১:৫৯ পর্যন্ত টেনিস থেকে ব্যান করা হল।’

আরবি/এসবি

Link copied!