ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বেলিংহাম দেখলেন লাল কার্ড, জয়হীন রিয়াল মাদ্রিদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত

লা লিগায় ওসাসুনার মাঠে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওসাসুনার সঙ্গে এই ড্রয়ের ফলে স্পেনের শীর্ষ লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল কার্লো আনচেলত্তির দল।

এদিন ম্যাচের তিন মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন ভিনি। সাত মিনিট পর এমবাপ্পের শট ঠেকালেও ১৫ মিনিটে ফরাসি স্ট্রাইকার গোল করে রিয়ালকে এগিয়ে দেন।

তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। রেফারির সঙ্গে তর্ক করার কারণে লাল কার্ড পান বেলিংহাম এবং মাঠ ছাড়েন। লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণ চলতে থাকে। এই অর্ধের শুরুতেই স্পট কিক থেকে ওসাসুনাকে সমতায় ফেরান বুদিমির। পরে রিয়াল বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে আর গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় লস ব্লাঙ্কোসদের।