আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৮:৫৩ পিএম

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

প্রতীকি ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ঐতিহ্য অনুযায়ী আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সূচি প্রকাশ করা হয়।

আগামী ২২ মার্চ ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে। ঐতিহাসিকভাবে ২০০৮ সালে এই দুই দলের ম্যাচ দিয়েই আইপিএল শুরু হয়েছিল। এবারের আসরে ১৩টি ভেন্যুতে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনসে, ২৫ মে।

লিগপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে রয়েছে- মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ, যেটি মুম্বাইয়ে ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর ২২ মার্চ ও ১৭ মে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। ১৩ ও ২৪ এপ্রিল হবে বেঙ্গালুরু ও রাজস্থানের ম্যাচ। বেঙ্গালুর ও চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দুটি হবে ২৮ মার্চ ও ৩ মে। ২৩ মার্চ ও ২০ এপ্রিল মাঠে গড়াবে চেন্নাই ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ। চেন্নাই ও কলকাতার মধ্যকার দুটি ম্যাচ হবে ১১ এপ্রিল ও ৭ মে। ২৯ মার্চ ও ৬ মে মাঠে গড়াবে মুম্বাই বনাম গুজরাটের ম্যাচ।

প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি হবে ২০ মে, হায়দরাবাদে। এলিমিনেটরের ম্যাচ ২১ মে, হায়দরাবাদ (তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে)। ২৩ মে ইডেন গার্ডেন্সে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে ২৫ মে, ইডেন গার্ডেন্সে।

রূপালী বাংলাদেশ

Link copied!