আর্জেন্টিনার হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:১১ এএম

আর্জেন্টিনার হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

ছবি: সংগৃহীত

স্বপ্নের ফেরা হয়তো একেই বলে। টুর্নামেন্টে যে ব্রাজিলের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়ে, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে সেই ব্রাজিলই জিতল টুর্নামেন্টের শিরোপা।

শিরোপার জন্য আজ (ভেনেজুয়েলার স্থানীয় সময় রবিবার) শেষ ম্যাচে বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল।

চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজ সঠিকভাবে শেষ করেছিল ব্রাজিলের যুবারা। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে ৪ গোল করতে হতো। তবে প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোল তো দেয়া হয়নি, বরং ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল নিশ্চিতভাবে কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে।

নিজেদের ম্যাচ শেষ করার পর ব্রাজিল দল চলে এসেছিল আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে। প্যারাগুয়ের তৃতীয় গোলের পর তাদের উচ্ছ্বাসই ছিল সবচেয়ে বেশি। ডিয়েগো লিওনের সেই গোলের পর আর্জেন্টিনাকে শিরোপা জিততে আরও ৫ গোল করতে হতো। কিন্তু ৮২ মিনিটে গোল হজমের পর ৫ গোল দেয়ার স্বপ্ন দেখাও কঠিন হয়ে পড়ে।

আর্জেন্টিনার পরাজয়ের সিলমোহর যদিও আগেই লাগিয়ে দেয়া হয়েছিল। চিলির বিপক্ষে ব্রাজিল ৩-০ গোলে জিতেছিল কয়েক ঘণ্টা আগে। এ অবস্থায় শিরোপা জেতার জন্য আর্জেন্টিনার একমাত্র ভরসা ছিল গোল ব্যবধান। চার গোলের নিচে জিতলেও তাদের কিছু লাভ হতো না। তবে আর্জেন্টিনার যুবারা ম্যাচে পিছিয়ে পড়ে মাত্র ৩০ মিনিটের মধ্যেই। লুকা কেমেটের গোলের মাধ্যমে প্যারাগুয়ে লিড নিয়ে নেয়।

বিরতির পর আরও এক গোল হজম করে তারা। তিয়াগো ইসায়াসের গোলে ২-০ তে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আক্রমণের ধার বাড়িয়ে ৬৭ মিনিটে অবশ্য সমতা ফেরায় আর্জেন্টিনা। ক্যারিজোর জোড়া গোলের মাধ্যমে। কিন্তু এরপর থেকে শিরোপার দৌড়ে আর্জেন্টিনার যুবারা আর এগিয়ে যেতে পারেনি। বরং ডিয়েগো লিওনের ৮২ মিনিটের গোল ব্রাজিলের শিরোপা নিশ্চিত করে।

আরবি/এফআই

Link copied!