শাহিন’স ধরে ফেলল বাংলাদেশকে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৮:৪৭ এএম

শাহিন’স ধরে ফেলল বাংলাদেশকে

ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচের ফল যদি পরিমাপক হিসেবে ধরা হয়, তাহলে বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরমেন্স নিয়ে শঙ্কা আরও বেড়ে গেছে। দুবাইতে গতকাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে তেমন কোনো সুবিধা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের দেয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একতরফাভাবে জয় পায় পাকিস্তান শাহিনস। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯১ বল হাতে রেখে ৭ উইকেটে জয় লাভ করে মোহাম্মদ হারিসরা।

২০২ রানের লক্ষ্য নিয়ে বল হাতে কিছুটা আশা জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের সপ্তম ওভারে ২৮ রান করা ওপেনার শাহিবজাদা ফারহানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন পেসার নাহিদ রানা। এরপর খুব দ্রুত দ্বিতীয় উইকেটও পায় বাংলাদেশ। ইনিংসের দশম ওভারে স্পিনার মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১ রানে ওমর বিন ইউসুফকে ফিরিয়ে দেন।

পাওয়ার প্লে-র ১০ ওভারে ৪২ রানে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ কিছুটা আশা দেখায়। তৃতীয় উইকেটে অধিনায়ক মোহাম্মদ হারিস এবং ওপেনার আজান আইওয়াস ধীর গতিতে রান তোলেন। তবে ইনিংসের ১৭তম ওভারে পেসার তানজিম সাকিবের বল ৩১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন আজান।

দলীয় ৬৯ রানে পাকিস্তান তৃতীয় উইকেট হারানোর পর বাংলাদেশ কিছুটা আশা দেখেছিল। তবে চতুর্থ উইকেটে হারিস-মুবাশ্বিরের জুটির আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশ কোনো প্রতিরোধ গড়তে পারেনি। শেষ পর্যন্ত ৩৫তম ওভারে ৯১ বল হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান শাহিনস। সর্বোচ্চ ৭৬ রান করে মোহাম্মদ হারিস এবং ৬৩ রান করেন মোবাশ্বির।

বাংলাদেশের বোলাররা তেমন কোনো ভালো পারফরম্যান্স করতে পারেননি। পেসার সাকিব ৫ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন, আর স্পিনার রিশাদ হোসেন ৫.৫ ওভারে ৫৬ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনসের স্পিনার উসামা মীরের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি শান্ত ও তামিম। মিরাজের ৪৪ রান ও তানজিম সাকিবের ৩০ রানে ভর করে বাংলাদেশ ২০২ রানেই গুটিয়ে যায়। মীর নিয়েছেন ৪ উইকেট।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ তাদের মিশন শুরু করবে। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আরবি/এফআই

Link copied!