বাংলাদেশ দল বর্তমানে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইতোমধ্যে পাকিস্তানের এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। যদিও ম্যাচের ফলাফল টাইগারদের পক্ষে ছিল না। কারণ এই ম্যাচে একদিকে ব্যাট হাতে দুর্বলতার পরিচয়, অন্যদিকে বল হাতে ছন্নছাড়া- সবমিলিয়ে বাংলাদেশ যেন নিজেকেই খুঁজে বেড়িয়েছে।
সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০২ রান করতে পেরেছিল। তবে পাকিস্তানের এ দলের বিপক্ষে ম্যাচটিতে কোনো প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। শেষমেষ ৭ উইকেটে হারতে হয় তাদের।
তবে এই ম্যাচে হারলেও, টাইগার রিশাদ হোসেন ছিলেন বল হাতে কিপটে। যদিও তিনি কোনো উইকেট পাননি। কিন্তু তার পারফরম্যান্সের উপর দলের আশা অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, পাকিস্তানের উইকেটে রিশাদই হতে পারেন বাংলাদেশের ট্রাম্পকার্ড।
এরই মধ্যে রিশাদের সম্পর্কে মন্তব্য করেছেন দলের পেসার তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব বলেন, ‘আমার মনে হয় রিশাদ হোসেন আমাদের লেগ স্পিনার, অলরাউন্ডার। সে সবসময় ব্রেক থ্রু দেয় এবং ব্যাট হাতে আমাদের প্রয়োজনের সময় রান করেছে, তাই সে আমাদের জন্য বড় ভূমিকা রাখবে।’
সৌম্য সরকার রিস্ট স্পিনারের গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘রিস্ট স্পিনার সবসময়ই গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি।’
অধিনায়ক শান্তও রিশাদকে নিয়ে আশাবাদী, বলেন, ‘আমি সত্যিই খুব বেশি করে চাই রিশাদকে। রিস্ট স্পিনার হিসেবে সে যদি ভালো বল করে আমাদের দল ভালো করতে পারে। পাকিস্তানে উইকেট বেশ ভালো থাকে এবং রিস্ট স্পিনার এই টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি রিশাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছি।’
এখন শুধু অপেক্ষা, রিশাদ তার স্পিন জাদুতে কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে!
আপনার মতামত লিখুন :