চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পরিকল্পনা কী?

ফাতিন ইশরাক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১২:৫৯ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পরিকল্পনা কী?

ফাইল ছবি

বিশ্ব ক্রিকেটে একসময় ভারত-পাকিস্তানের খেলার মতো উত্তেজনা অন্য কোথাও ছিল না। মাঠে দুই দল খেললেও তর্কের লড়াই এবং ভক্তদের সমর্থন এই উত্তেজনা বাড়িয়ে দিত কয়েকগুণ। তবে যত সময় গড়িয়েছে সেই উত্তেজনা ক্রমেই কমেছে। এখন আর ভারত-পাকিস্তানের ম্যাচে সেই উত্তেজনা খুঁজে পাওয়া যায় না। কিন্তু ‍ক্রিকেটপ্রেমীরা নিজেদের মাতিয়ে রাখার জন্য অন্য ঠিকানা ঠিকই খুঁজে নিয়েছে।

বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ ব্যাপক উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। ২০২৩ সালের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। আবার সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। সেই দফায় অবশ্য শেষ হাসি হেসেছিল ভারতই। মাঝে ২০২৩ ওয়ানডে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দেখায় ভারতের পক্ষেই গিয়েছিল ফলাফল।

রোহিত শর্মার নেতৃত্বে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচটায় তাই ভারতকে ফেভারিটের তকমা দেয়াই যায়। তবু বাংলাদেশকে কোনো প্রকার সুযোগ দিতে নারাজ টিম ইন্ডিয়া। দেশটির রাজধানী নয়াদিল্লি ভিত্তিক গণমাধ্যম দৈনিক জাগরণ প্রকাশ্যে এনেছে ম্যাচ ঘিরে ভারতের গেমপ্ল্যানকে।

ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে স্পিনার ত্রয়ী দিয়ে মোকাবেলা করার পরিকল্পনা করেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে ভারত তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে নিয়ে স্পিন আক্রমণ করতে পারে রোহিতের দল। কুলদীপ যাদবের ইনজুরি কাটিয়ে ফিরে আসা এবং তার ভ্যারিয়েশন টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে গত ম্যাচে পাকিস্তানের লেগ স্পিনার উসামা মীরের মতো স্পিনারদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।

এই ম্যাচে ভারতের পেস বোলিং বিভাগে মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া থাকবেন। তবে স্পিন বোলিংয়ের শক্তিই বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঋশাভ পান্তের খেলার সম্ভাবনা কম, তবে ভারত তাদের চেনা ব্যাটিং লাইনআপ নিয়েই বাংলাদেশি বোলারদের পরীক্ষা নেবে।

এটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে, যেখানে ভারত তাদের শক্তি প্রদর্শন করতে চায়। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচে নিজের সেরাটা দেওয়ার সুযোগ থাকবে।

  • সম্ভাব্য ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং।

আরবি/এফআই

Link copied!