ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

শান্তদের ‘বিশেষ পরামর্শ’ দিলেন মাশরাফি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সদস্যদের উদ্দেশে বিশেষ পরামর্শ দিয়েছেন। আগামীকাল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করার আগে তিনি শান্তদের সাহসী ও দৃঢ় মনোভাব নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন।

মাশরাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শান্তদের অফিশিয়াল ফটোশুটের একটি ছবি পোস্ট করে তাদের জন্য শুভকামনা জানিয়েছেন। তার পোস্টে তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সাথে খেলে যাও।’

[34776]

এই পোস্টটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র আধা ঘণ্টার মধ্যে পোস্টটিতে ১৭ হাজারেরও বেশি লাইক ও প্রায় ২০০ শেয়ার হয়েছে।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত এবং তার ডেপুটির দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ। আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ পেসাররা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।

[34775]

আগামীকাল, ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মোকাবিলা হবে ভারত দলের সঙ্গে। এরপর, ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।

এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং মাশরাফির পরামর্শ শান্তদের মনোবল বাড়াতে সহায়ক হতে পারে।