বৈশ্বিক ক্রিকেটের অন্যতম বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠেছে আজ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। তবে এই বৈশ্বিক টুর্নামেন্টের প্রথম দিনেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় ধরনের রদবদল হয়েছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম এখন আর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার নন। তাকে সরিয়ে ভারতীয় ওপেনার শুভমান গিল এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ব্যাটার। শুভমান গিলের অসাধারণ ফর্ম, বিশেষত ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ সিরিজ জয়ে তার দারুণ পারফরম্যান্স, তাকে এই শীর্ষস্থান এনে দিয়েছে। ৮৬.৩৩ গড়ে ২৫৯ রান করে তিনি এই অবস্থানে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ারের দ্বিতীয়বার ওয়ানডে নম্বর ওয়ান ব্যাটার হওয়া।
এদিকে, ওয়ানডে র্যাঙ্কিংয়ে ফরম্যাটের নম্বর ওয়ান বোলারেও পরিবর্তন এসেছে। আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকশানা নতুন ওয়ানডে নম্বর ওয়ান বোলার হয়েছেন। থিকশানার দুর্দান্ত পারফরম্যান্স তাকে এই অবস্থানে নিয়ে এসেছে, যদিও আফগানিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করলেও লম্বা সময় ধরে রশিদ খান ওয়ানডে খেলেননি।
অপরদিকে, পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন, তিনি ৬ ধাপ এগিয়ে ১৫তম স্থানে অবস্থান করছেন।
এছাড়া, ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষ পাঁচে আছেন নামিবিয়ার বার্নার্ড শোলজ, কুলদীপ যাদব এবং শাহিন আফ্রিদি। ৫ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
এটি এমন এক সময় এসেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে, এবং এই র্যাঙ্কিং পরিবর্তনগুলো খেলোয়াড়দের জন্য আরও চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।