এমবাপের হ্যাটট্রিকে সিটিকে কাঁদাল রিয়াল মাদ্রিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৩৪ এএম

এমবাপের হ্যাটট্রিকে সিটিকে কাঁদাল রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির জন্য যেন গত রাতে কাল হয়ে দাঁড়িয়েছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সিটির কোচ পেপ গার্দিওলা সব ধরনের চেষ্টা করেও এই মাদ্রিদ তারকাকে আটকাতে পারেননি। এ ম্যাচে এমবাপে’র হ্যাটট্রিকের মাধ্যমে  চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে সিটিকে হারিয়েছে। এতে করে দুই লেগ মিলিয়ে সিটি ৬-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ৩৫ মিনিটে দুই গোল হজম করে সিটি। এর ফলে নিশ্চিত হয়ে যায়, এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায়। ম্যাচের চতুর্থ মিনিটে রাউল আসেন্সিওর থ্রু বল পেয়ে সিটির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোল করেন এমবাপে।

এর কিছুক্ষণ পর সিটি বড় ধাক্কা খায়। ইনজুরিতে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনস। ২৯তম মিনিটে এমবাপ্পে দ্বিতীয় গোল করার সুযোগ পেয়েছিলেন, তবে সিটির গোলরক্ষক এডারসন তা রোধ করেন। তবে ৩৩তম মিনিটে এমবাপ্পের শট ঠেকাতে পারেননি সিটি গোলরক্ষক। রদ্রিগোর পাস পেয়ে দারুণ গোলটি করেন এমবাপে।

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর সিটি পাল্টা আক্রমণ করে, তবে রিয়াল তাদের আক্রমণ সফলভাবে প্রতিহত করে। উল্টো ৬১তম মিনিটে আরও একটি গোল হজম করে সিটি। ভালভের্দের পাস পেয়ে আরও এক গোল করেন এমবাপে।

আরবি/এফআই

Link copied!