দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে তামিম ইকবাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১২:১৬ পিএম

দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠেছে গতকাল। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে কিউইরা।

হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে আজ দুবাইয়ে মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। টিম ইন্ডিয়া দুর্দান্ত ফর্মে আছে এবং এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের জন্য প্রস্তুত তারা। অন্যদিকে, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় প্রয়োজন টুর্নামেন্টে টিকে থাকার জন্য।

এমন পরিস্থিতিতে, গতকাল সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ দলের সঙ্গে কিছুটা সময় কাটালেন এবং তাদের উজ্জ্বীবিত করার চেষ্টা করেছেন। দুবাইতে শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করার পর, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের জন্য শুভকামনা জানান এবং লেখেন, ‘আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।’

এর আগে, তামিমকে দলের সঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে। তার এই প্রয়াস দলকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য।

ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘যে কোনো দলকে হারানোর সক্ষমতা আমাদের রয়েছে। জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়, তাই আমাদের প্রধান লক্ষ্য হলো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।’

ভারত-বাংলাদেশের ম্যাচটি আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

আরবি/এফআই

Link copied!