চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারত-বাংলাদেশ ম্যাচ: উত্তেজনা ও প্রত্যাশা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১২:৩২ পিএম

ভারত-বাংলাদেশ ম্যাচ: উত্তেজনা ও প্রত্যাশা

ছবি: সংগৃহীত

বাইশগজের লড়াইয়ে ভারত ও পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতার উত্তাপ এখন ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও অনুভূত হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আজ (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। দুই দলের জন্যই এটি প্রথম ম্যাচ এবং অনেকেই একে আগের আসরের সেমিফাইনালের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়।’ তিনি জানান, দলের প্রধান লক্ষ্য হচ্ছে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। তবে গত কয়েক বছরে বাংলাদেশের পারফরম্যান্স খুব সন্তোষজনক না হলেও, শান্ত আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের একটি ভালো দল আছে এবং কন্ডিশনও আমাদের অনুকূলে থাকতে পারে।’

ভারত-বাংলাদেশের ৪১টি ওয়ানডে ম্যাচের মধ্যে ভারত ৩২টি, বাংলাদেশ ৮টি এবং একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে, আইসিসি ইভেন্টে বাংলাদেশ মাত্র একবার ভারতকে হারাতে পেরেছে—২০০৭ বিশ্বকাপে। সেই জয়ের পর, ভারতের বিপক্ষে বাংলাদেশ আর জয় পায়নি। সর্বশেষ দুই আইসিসি ইভেন্টেও বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি।

এদিকে, শান্ত বিশ্বাস করেন যে দুবাইয়ের উইকেট বাংলাদেশের জন্য সুবিধাজনক হতে পারে। তিনি বলেন, ‘ভারতকে হারানোর জন্য দুবাইয়ের কন্ডিশন আত্মবিশ্বাসী করেছে দলকে। এখানে ধীর গতির উইকেটে ভারতের কিছুটা সমস্যা হতে পারে।’

তবে ভারতও প্রস্তুতি নিচ্ছে শক্তিশালী একটি একাদশ নিয়ে। দুই দেশের মধ্যে এই ম্যাচ নিয়ে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং দুই দলের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা মিশে থাকায়, এটি একটি চমকপ্রদ লড়াই হবে। বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের টুর্নামেন্টে আত্মবিশ্বাস যোগাতে পারে।

আরবি/এফআই

Link copied!