ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। যেখানে টসে জিতে শুরুতেই ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছে নাজমুল শান্ত-মেহেদী মিরাজরা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে নতুন বলে আরো একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় টাইগাররা। সৌম্য সরকারের পর নাজমুল হোসেন শান্তও ডাক খেয়েছেন।

এরপর তানজিদ তামিম ও মেহেদী মিরাজ দুজনে মিলে কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও মেহেদী মিরাজ মোহাম্মদ শামীর বলে ধরা দেন। পরে তামিম ও মুশফিক দুজনেই এক এক করে ফিরে যান।

বর্তমানে ক্রিজে রয়েছেন জাকের আলী অনিক ও তৌহিদ হৃদয়। সর্বশেষ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর: ৫০/৫।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।