ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়-জাকেরের প্রত্যাবর্তন, লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:৫৩ পিএম

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়-জাকেরের প্রত্যাবর্তন, লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

নতুন বল আর বাংলাদেশের টপ অর্ডার- এই দুইটি যেন কোন মতেই একে অপরের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। বরাবরের মতো আবারো এই একই ঘটনা ঘটলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে।

বৃহস্পতিবার দুবাইয়ের মাঠে ভারতের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই সৌম্য নাজমুলকে হারিয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ। এরপর একে একে মেহেদী মিরাজ, তানজিদ তামিম ও মুশফিকুর রহিম- তিনজনের আসা-যাওয়া। অর্ধ শতক না পেরোতেই ৫ উইকেট। এমন পরিস্থিতিতে দল যখন প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে, ঠিক তখনই যেন নিজেদের সেরা খেলা উপহার দিলেন জাকের আলী অনিক ও তৌহিদ হৃদয়।

ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়ে জাকের ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!