রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:০৪ পিএম

তাসকিন-তানজিমের চোখ সামনের দিকে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:০৪ পিএম

তাসকিন-তানজিমের চোখ সামনের দিকে

ছবি: ইন্টারনেট

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হয়েছে বাংলাদেশের। তাদের পরবর্তী ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। সামনের ম্যাচের দিকেই দৃষ্টি তাসকিন আহমেদদের। কেননা, বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেছেন তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বলে গেছেন। 

যদিও তার এই বক্তব্যে অনেকে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু শান্ত যেমন নিজের ভাবনায় অটল, তেমনি বিশ্বাসটা ভারত ম্যাচের আগে তিনি ছড়িয়ে দেন সতীর্থদের মধ্যেও। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচের আগে অধিনায়কের সেই স্বপ্নের প্রতিধ্বনি ফুটে উঠল তাসকিন আহমেদ, তানজিম হাসানদেরও মধ্যেও।

চ্যাম্পিয়নস ট্রফির যাত্রার আগে দেশে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিরোপাজয়ের লক্ষ্যের কথা বলেছিলেন শান্ত। দুবাইয়ে গিয়েও সংবাদ সম্মেলনে বেশ জোর দিয়েছেন নিজের লক্ষ্যের প্রতি। যেকোনো দলকে হারানোর বিশ্বাস ও সামর্থ্য আছে তার দলের। ভারতের বিপক্ষে ম্যাচের দিন সকালে আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, সেখানে বাংলাদেশ অধিনায়ক পুনরাবৃত্তি করেছেন একই কথা। 

শান্ত বলেন, ‘আমরা ট্রফি জয়ের কথা চিন্তা করতে পারি, কারণ আমাদের দলটি খুব ভালো। খুবই ভারসাম্যপূর্ণ দল আমাদের। যদি আমরা যথাযথ পরিকল্পনা করতে পারি এবং নির্দিষ্ট দিনে বাস্তবায়ন করতে পারি, আমরা অবশ্যই ট্রফি জিততে পারি।’ অধিনায়কের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ দুই সদস্য তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবও একই কথা বলেছেন। তাদের চোখ সামনের দিকেই। 

বাংলাদেশ এ পর্যন্ত যে একটি মাত্র ট্রফি জিততে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেটে, ২০১৯ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। ওই দলে ছিলেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসার বড় কিছুর ছবি মনের ভেতর এঁকেছেন। তিনি জানান, বড় কিছু করতে হলে বড় স্বপ্ন দেখাও জরুরি। 

তাসকিন বলেন, ‘আমরা যদি ট্রফি জয়ের স্বপ্নই না দেখতে পারি, তাহলে জিতব কীভাবে? প্রতিটি পদক্ষেপে ক্রমেই আমরা উন্নতি করছি। আশা করি, এবার এটি হবে।’ ছেলেদের ক্রিকেটে বাংলাদেশের এখনো পর্যন্ত সেরা অর্জন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপাজয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তানজিম। 

এবার বড়দের বৈশ্বিক ওয়ানডে আসরেও একই আনন্দে মেতে ওঠার অপেক্ষায় আগ্রাসী এই পেসার। সাকিব বলেন, ‘আমাদের জন্য সেটি হবে খুবই খুশির মুহূর্ত, কারণ আমাদের কোনো আন্তর্জাতিক ট্রফি নেই। আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, আমাদের জন্য এটি হবে স্মরণীয় ও ঐতিহাসিক টুর্নামেন্ট।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!