চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় ম্যাচে শুক্রবার ‘বি’ গ্রুপের লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে আফগানরা। যে কন্ডিশনে খেলা হচ্ছে, সেটি তাদের চেয়ে ভালো চেনার কথা নয় অন্য কারোরও।
ফলে পরিচিত কন্ডিশনে খেলতে নেমে চমক দিতে চায় আফগান যোদ্ধারা। অপরদিকে, শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে খেলে নিজেদের প্রস্তুত করেছে তারা। এই দলও চাইবে টুর্নামেন্টে জয় দিয়ে সূচনা করতে। আশা করা হচ্ছে, দুই দলের লড়াই বেশ জমবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠের লড়াইয়ে নামার আগে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা দল চোটজর্জর। এই তালিকায় নাম লেখাল আফগানিস্তানও। পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন রহস্য স্পিনার এম গাজানফার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার এই খবর নিশ্চিত করেছে। এর আগে দলটি অভিজ্ঞ অফ স্পিনার মুজিব উর রহমানকেও হারায়।
গাজানফারের বদলে বাঁহাতি স্পিনার নাঙ্গেয়াল খারুতিকে দলে নিয়েছে তারা। ২০ বছর বয়েসি তারকার ঝুলিতে আছে সাতটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। বিবৃতিতে এসিবি বলে, ‘আফগানিস্তানের তরুণ স্পিন সেনসেশন এম গাজানফার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন। তার এল ৪ ভার্টেব্রাতে চিড় আছে।’
সম্প্রতি হওয়া জিম্বাবুয়ে সফরে এই চোট পান গাজানফার। চোটের কারণে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। খারুতে রিজার্ভ তালিকায় ছিলেন, তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে। পুরোপুরি সেরে না ওঠায় মুজিবকেও পাওয়া যাচ্ছে না। ফলে বোলিং শক্তি কমে গেছে আফগানিস্তানের। অপরদিকে, শক্তি আগেই কমেছে দক্ষিণ আফ্রিকার। তারাও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনকে দলে পাচ্ছে না।