বৈরী কন্ডিশনে খেলতে নেমে দুর্দান্ত গোলে ইন্টার মায়ামিকে জেতালেন লিওনেল মেসি। যে কন্ডিশনে খেলাই যায় না, সেখানে নেমে মনোমুগ্ধকর গোল উপহার দিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল এক দিন। তাতেও অবশ্য দুর্যোগ খুব বেশি কমেনি।
অসহনীয় ঠান্ডায় খেলতে হয়েছে ফুটবলারদের। মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোর মতে, এ ধরনের কন্ডিশনে ফুটবল খেলা অসম্ভব। তবে এসবের মধ্যেও ঠিকই জাদুর ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। তার সেই জাদুকরী মুহূর্তই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এই ম্যাচের ৫৬তম মিনিটে গোল করেন মেসি। নতুন বছরে আর্জেন্টাইন কিংবদন্তির প্রথম গোল এটি। এই ম্যাচটি নিয়ে নানা আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই।
ক্যানসাস সিটিতে তীব্র তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় ম্যাচের ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তা। তুষারঝড়ের পূর্বাভাসের কারণে ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচিতেও স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় যখন ম্যাচ শুরু হয়, তাপমাত্রা তখন ছিল ৫ ডিগ্রি, যা অনুভূত হচ্ছিল মাইনাস ৫ ডিগ্রির মতো।
ম্যাচের মাঝামাঝি নাগাদ তাপমাত্রা নেমে আসে ৩ ডিগ্রিতে, অনুভূত হচ্ছিল তখন মাইনাস ৮ ডিগ্রির মতো। হাড় কাঁপানো বাতাস তো ছিলই। দুই দলেরই স্বাভাবিক খেলা তাতে ব্যাহত হয়েছে প্রবলভাবে। এর মধ্যেই মেসি নিজের জাত চিনিয়ে দেন আরেকবার। ৫৬তম মিনিটে মাঝমাঠের একটু ওপর থেকে লম্বা লব বাড়ান সের্হিও বুসকেতস।
বক্সের ভেতরে বুক দিয়ে বল নামিয়ে পাশে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে কঠিন কোণ থেকে নিজের দুর্বল ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান মেসি। মেসি বলেই অবশ্য এমন গোলকে খুব বিশেষ কিছু মনে হয় না। ক্যারিয়ারজুড়ে এর চেয়েও নান্দনিক, কঠিন ও জাদুকরি গোল তো তার কম নেই! ম্যাচের পর সেটিই তুলে ধরলেন কোচ মাসচেরানো।
তিনি বলেন, ‘দুর্দান্ত গোল। অবশ্য যারা তাকে চেনেন, তাদের কাছে এটা সাধারণ ব্যাপার। কারণ, এরকম গোল সে হাজারটা করেছে। তার মতো একজনকে আমাদের দলে পেয়ে আমরা সৌভাগ্যবান।’ যে আবহাওয়ার মধ্যে দল জিতেছে, তা বাড়তি তৃপ্তি দিয়েছে আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক তারকা মাসচেরানোকে।
তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত, কারণ আমার মনে হয়, এ ধরনের কন্ডিশনে খেলা অসম্ভব। এটা অমানবিক ব্যাপার, এরকম অবস্থায় খেলা। কিন্তু দলকে নিয়ে আমি গর্বিত, কারণ এর মধ্যেও ওরা শতভাগ দিয়ে খেলেছে এবং দারুণ মানসিকতা মেলে ধরেছে। আমরা তাই খুশি।’
আপনার মতামত লিখুন :