শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:৫৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক শুরু

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:৫৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক শুরু

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। শান্তর নেতৃত্বাধীন দল লড়াই করলেও জয় তুলে নিতে পারেনি। পুরো ম্যাচে বাংলাদেশের সেরা প্রাপ্তি ছিল তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি এবং জাকের আলীর সঙ্গে গড়া গুরুত্বপূর্ণ জুটি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। দলের জয়ে বড় অবদান রাখেন শুভমান গিল, যিনি অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন, আর তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।

এদিন রান তাড়া করতে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। দ্রুতগতিতে ফিফটির দিকে এগোলেও ৪১ রানে তাকে থামান তাসকিন আহমেদ। বিরাট কোহলি (২২), শ্রেয়াস আইয়ার (১৫) এবং অক্ষর প্যাটেল (৮) বড় ইনিংস খেলতে পারেননি। তবে শুভমান গিল একপ্রান্ত আগলে রেখে ক্রিজে দারুণ দৃঢ়তা দেখান। তার সঙ্গে লোকেশ রাহুল (৪১*) দলকে জয় এনে দেন।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয় ও জাকের আলীর অসাধারণ পার্টনারশিপ দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। তারা ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে অন্যতম সেরা।

জাকের আলী ৬৮ রান করে আউট হলেও হৃদয় দুর্দান্ত ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রান করেন তিনি। শেষদিকে ক্র্যাম্পের কারণে তার গতি কিছুটা কমে গেলেও বাংলাদেশের স্কোর ২২৮ পর্যন্ত পৌঁছে যায়।

আর ভারতের মোহাম্মদ শামি ৫৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ছিলেন। হার্শিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন।

এই পরাজয়ের পর বাংলাদেশের জন্য বাকি ম্যাচগুলো আরও কঠিন হয়ে গেল। এখন পরের ম্যাচগুলোতে ভালো পারফর্ম করাই তাদের মূল লক্ষ্য হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!