ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের হারের পেছনে কারণ কী? যা বললেন শান্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন নিয়ে আলোচনা চলছে একটা লম্বা সময় ধরে। তবে বরাবরের মতোই শান্ত-সৌম্যরা আবারও ভক্তদের হৃদয় ভেঙ্গেছে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের শুরুতেই। গতকাল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে হতাশাজনক শুরু করেছে টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশের হারের পেছনে কারণ কী? একাদশে বাড়তি স্পিনার না খেলানো, না কি বাজে ব্যাটিং? ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটারদেরই দায়ী করেছেন। তার মতে, ব্যাটিংয়ের প্রথম ১০ ওভারেই ম্যাচটি তাদের হাতছাড়া হয়ে গেছে।

[35072]

দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮.৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৫ রান। ওই সময় জাকের আলির ক্যাচ রোহিত শর্মা ধরলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে পারতো, তবে ক্যাচটি নিতে পারেননি রোহিত। শেষ পর্যন্ত ২২৮ রান করে বাংলাদেশ, যেখানে তাওহিদ হৃদয় এক সেঞ্চুরি (১০০) হাঁকান এবং জাকের আলী করেন ৬৮ রান।

তবে ২২৮ রানের পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি বাংলাদেশ। তারা ৬ উইকেটের বড় ব্যবধানে ম্যাচটি হেরে যায়।

[35083]

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মতে, প্রথম পাওয়ার প্লেতে আমরা যেভাবে ব্যাট করেছি, সেটা আমাদের বিপদে ফেলেছে। সেখানে ফিরে আসা খুব কঠিন ছিল। তবে হৃদয় এবং জাকের যেভাবে ব্যাট করেছে, সেটি দুর্দান্ত। ফিল্ডিংয়ের সময় আমরা কিছু ভুল করেছি, ক্যাচ ফস্কিয়েছি এবং রানআউটের সুযোগ হাতছাড়া করেছি।’

[34983]

দুবাইয়ের পিচে দলে একজন বাড়তি স্পিনার থাকলে ভারতের উপর আরও চাপ সৃষ্টি করা যেতো? একাদশ নির্বাচনে কোনো ভুল ছিল কিনা? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্রথম একাদশে বাড়তি স্পিনারের প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। বরং যদি নতুন বলে ভারতের উইকেট তুলে নেওয়া যেতো, তাহলে ফলাফল ভিন্ন হতে পারতো।’