চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হারের পরও তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি দলের জন্য একটি আলোকিত মুহূর্ত ছিল। তবে ম্যাচ শেষে হৃদয় নিজের সেঞ্চুরির আনন্দের পাশাপাশি দলের হারের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ইনজুরির কারণে ব্যথা নিয়েই ব্যাটিং করতে থাকা হৃদয় তার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, "আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়।"
এদিন এই সেঞ্চুরি করার পথে পায়ে টান পড়ে হৃদয়ের। ব্যথা নিয়েই অনেকটা সময় ব্যাট করেছেন তিনি। পরের ম্যাচেও খেলার জন্য সবটা দিয়ে চেষ্টা করবেন এই মিডল অর্ডার ব্যাটার।
পরের ম্যাচে খেলা নিয়ে হৃদয় বলেন, ‘শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়া, তবে মন খারাপ। হয়তো আমি আরও একটু ভালো খেললে দলের জন্য আরও ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, তার জন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেন।’
হৃদয়ের এই মনোভাব তার সংগ্রাম ও দলের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়। যদিও তার সেঞ্চুরিটি মূল্যবান ছিল, তবে পরবর্তী ম্যাচে নিজের সর্বোচ্চ দিয়ে ফেরার প্রত্যয়ই তার লক্ষ্য।
আপনার মতামত লিখুন :