ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতে বিপক্ষে বড় হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে ২২৮ রান তুলে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে নাজমুল হোসেনের দল।

‘এ’ গ্রুপের খেলায় এই মুহূর্তে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডেরও একটি করে জয় আছে। আর বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ভান্ডার আপাতত শূন্য। তবে এখনো সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা।

এখান থেকে বাংলাদেশকে সেমিতে যেতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। তবে এক ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। একই সঙ্গে রানরেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রানরেট।

আর বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে, তাহলে পয়েন্ট হবে দুই। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে সসমীকরণ আরো জটিল হবে বাংলাদেশের জন্য।

বাংলাদেশ গ্রুপ পর্বে আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ২৭ ফেব্রুয়ারি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। তবে পাকিস্তান ও বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনা বেশি।