চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার রায়ান রিকেল্টনের সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানকে ৩১৬ রানের চ্যলেঞ্জিং লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন । ১০৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় ১০৩ রান এসেছে তার ব্যাটে। হাফ সেঞ্চুরি পেয়েছেন আরও তিন ব্যাটার। অধিনায়ক টেম্বা বাভুমা ৫৮ রান করেছেন ৭৬ বলে। তবে রাসি ভ্যান ডার ডুসেন (৫২) ও এইডেন মার্করামের (৫২*) ফিফটি এসেছে এক শ’র বেশি স্ট্রাইকরেটে।
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার মোহাম্মদ নবী। কোটার ১০ ওভার পূর্ণ করে ৫১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন এই অফ স্পিনার। একটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি, আজমাতুল্লাহ ওমারজাই ও নুর আহমেদ।