কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ইন্টার মায়ামির জয়ের ম্যাচে আর্জেন্টাইন তারকার লিওনেল মেসির জার্সি চেয়ে বসেছেন রেফারি মার্কো আন্তোনিও ওরতিস নাভা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন মেসি। শেষ বাঁশি বাজানোর পর রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীর কাছে জার্সি চাইতে আসেন মেক্সিকান রেফারি মার্কো আন্তোনিও ওরতিস নাভা। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়কও এতে রাজি হন।
তবে মূল্যবান জার্সিটি পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় ৩৬ বছর বয়সী ওরতিস নাভাকে। কারণ, মেসি ড্রেসিং রুমে ঢুকে তারপর জার্সিটি দিতে রাজি হন।
[35076]
সঙ্গে সঙ্গে মেসির জার্সি না দেওয়ার যথেষ্ট কারণও অবশ্য ছিল। স্টেডিয়ামে তাপমাত্রা ছিল যে তিন ডিগ্রি, প্রথমার্ধের বিরতির সময় যা অনুভূত হচ্ছিল মাইনাস আট ডিগ্রির মতো।
ম্যাচ শেষে এই ধরনের কন্ডিশনে ফুটবল খেলাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।