চ্যাম্পিয়ন্স ট্রফি

মুখোমুখি দুই হেভিওয়েট অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১২:৪১ পিএম

মুখোমুখি দুই হেভিওয়েট অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে আজ। পাকিস্তানের লাহোরে আজ দুপুর ৩টায় দুই হেভিওয়েট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মাঠে নামছে। ম্যাচটি শুধু মর্যাদার জন্য নয়, সেমি ফাইনালে যাওয়ার পথও এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার দিক থেকে বিশেষ পরিকল্পনা চলছে ইংল্যান্ডের বিপক্ষে। ট্রাভিস হেড এই গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান। তিনি বলছেন, ‘এ ধরনের টুর্নামেন্টে এতগুলো প্রতিপক্ষ নিয়ে আলাদা করে পরিকল্পনা সাজানোর মতো বিলাসিতা থাকে না। তবে যখন এমন ম্যাচ থাকে, যেগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন আলাদাভাবে ভাবতে হয়। এটা নিয়ে সন্দেহ নেই যে এই মুহূর্তে ইংল্যান্ডকে নিয়েই আমাদের সব মনোযোগ। এবং এটা ঠিকঠাক হলে পরের গুলো নিয়ে ভাবব।’

অস্ট্রেলিয়া বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া খেলছে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সসহ পাঁচজন বোলার ইনজুরির কারণে দলের বাইরে। তাই, ব্যাটিং বিভাগের উপরই চাপ বেশি। এই দলের ব্যাটিংয়ে সবচেয়ে বড় দায়িত্ব টপ অর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেডের ওপর। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ট্রফি জেতার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আর এবারও পাকিস্তানে ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

হেড আরও বলেন, ‘‘পাওয়ার প্লেতে আমি কিছুটা ভাগ্যবান মনে করি। শুরুটা ভালো করাটাই গুরুত্বপূর্ণ। আমি জানি, ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণকে মোকাবেলা করতে হবে, কিন্তু নিজের নিয়ন্ত্রণে খেলে বিপদ এড়াতে হবে।’’

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এই ম্যাচটি গ্রুপ ‘বি’-র পরবর্তী রাউন্ডে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

আরবি/এফআই

Link copied!