দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের যা কিছু অর্জন, তার অনেকটা জুড়েই একটি নাম ‘সাকিব আল হাসান’। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব মঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সম্ভবত সবচেয়ে বেশি অবদান রেখেছেন।
[35102]
তবে সম্প্রতি রাজনীতিতে প্রবেশ করাই কাল হয়েছে তার জন্য। যার জন্য দল থেকে বাদ পড়া, হত্যা মামলায় নাম জড়ানো, এমনকি গ্রেপ্তারি পরোয়ানার জন্য দেশেও ঢুকতে পারছেন না এই কিংবদন্তি।
এমন পরিস্থিতিতে সম্প্রতি এক গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যেখানে দাবি করা হচ্ছে সাকিব এখন থেকে আর বাংলাদেশের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য খেলবেন। যার জন্য সাকিব যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদনও করেছেন বলে একাধিক গ্রুপের পোস্টে দেখা গেছে।
সাংবাদিক নাজনীন মুন্নীর নামের এক ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হলে সেই সূত্রের বরাত দিয়েই ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ ও পেজে এই গুঞ্জন উঠে।
তবে সাকিবের পক্ষ থেকে কিংবা যুক্তরাষ্ট্র ক্রিকেটের কোনো অফিসিয়াল মাধ্যমে এমন তথ্যের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো সূত্রও এ বিষয়ে কোথাও কোনো কথা বলেননি।