ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে আজ। পাকিস্তানের লাহোরে আজ দুপুর ৩টায় দুই হেভিওয়েট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মাঠে নামছে। ম্যাচটি শুধু মর্যাদার জন্য নয়, সেমি ফাইনালে যাওয়ার পথও এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে।

এমন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি কোচ স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথিউ শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।