ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

ফিরছেন সাকিব আল হাসান!

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার গুঞ্জন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হট টপিক, ঠিক তখনই নতুন খবর উড়ে এলো মিডিয়াপাড়ায়। দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাম লেখাচ্ছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

জানা গেছে, আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন তিনি। যদিও তার খেলা নির্ভর করবে তার দেশে ফেরার সময়সূচির ওপর।

[35284]

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব অনলাইনে দলবদল সম্পন্ন করবেন এবং যেহেতু তার খেলা নির্ভর করছে দেশে ফিরতে, তাই সাকিবের অংশগ্রহণও হয়তো সীমিত থাকবে।

লিজেন্ডস অব রূপগঞ্জ এবার শক্তিশালী দল গঠনের মিশনে নেমেছে। ইতোমধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এখানে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক এবং তানজিম হাসান সাকিব আছেন। এছাড়া, তাদের অধিনায়ক হিসেবে রয়েছেন আকবর আলি, যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

[35254]

সাকিবের দেশের ঘরোয়া ক্রিকেটে ফেরাটা অনেকের জন্যই উত্তেজনাপূর্ণ এবং এর মাধ্যমে তার আগামী ক্রিকেট ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে বিতর্কিত অবস্থায় থাকলেও, সাকিবের খেলার জন্য তার ফেরাটা নতুন আশা তৈরি করেছে।