বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার জাকির হাসান। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। দল হিসেবে সিলেট ভালো করতে না পারলেও জাকির নিজে ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। আসরে সেরা ব্যাটারদের তালিকায়ও ছিলেন তিনি। বিপিএল শেষে অনুশীলনেও ফিরেছিলেন। এরই মাঝে গতকাল (শুক্রবার) জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।
জানা গেছে, জাকির বিয়ে করেছেন সারাহ নুসরাত অদ্রির সঙ্গে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বিয়েতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সতীর্থরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে ভালো পারফরম্যান্সের পর এখন জাকির ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। ৩ মার্চ থেকে শুরু হওয়া এই আসরে তার উপস্থিতি দলের জন্য কার্যকরী হতে পারে এবং তার ফর্ম যেন ভবিষ্যতে জাতীয় দলের স্কোয়াডে আবারও সুযোগ এনে দেয়, এমনটাই প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :