চ্যাম্পিয়ন্স ট্রফি

শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:৪০ পিএম

শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিগ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ধাক্কা খেলেও পরবর্তীতে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ২ উইকেটে ১৫০ রান করেছে ইংলিশরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেছিলেন দুই ইংলিশ ব্যাটার ফিলিপ সল্ট ও বেন ডাকেট। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বেন দ্বারসুইসের ফাঁদে পড়েন সল্ট। ফিরে যাবার আগে এক ছয় ও এক চারে ৬ বলে ১০ রান করেন তিনি। পরে ডাকেটের সাথে যোগ দেন জিমি স্মিথ। কিন্তু স্মিথ ও তার ইনিংস লম্বা করতে পারেননি। ষষ্ঠ ওভারে আবারও সেই দ্বারসুইসেরই ফাঁদে পড়ে নিজ উইকেট হারান তিনি। ফেরার আগে ৩ চারে ১৩ বলে ১৫ রান করেন তিনি।

বর্তমানে ক্রিজে রয়েছেন বেন ডাকেট (৬৩)* ও জো রুট (৪৮)*।

১৯৯৬ বিশ্বকাপ ফাইনালের পর এই ‘ক্লাসিকো’ দিয়েই ২৯ বছর পর আইসিসি ইভেন্টের কোনো ম্যাচ গড়ালো গাদ্দাফি স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথু শর্ট, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশানে, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন

ইংল্যান্ড একাদশ

ফিলিপ সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

আরবি/এফআই

Link copied!