চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের সেমিতে এক পা, নাকি পাকিস্তানের টিকে থাকা?

ফাতিন ইশরাক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:১৪ পিএম

ভারতের সেমিতে এক পা, নাকি পাকিস্তানের টিকে থাকা?

ছবি: সংগৃহীত

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঐতিহাসিক লড়াই হতে যাচ্ছে। কারণ আজ টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ, ভারত-পাকিস্তানের লড়াই। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে খেলা।

এই ম্যাচটি ভারতের চেয়ে পাকিস্তানের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তান এবারের আসর শুরু করেছে হার দিয়ে। আর তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

যদিও পাকিস্তানের এক সুখস্মৃতি ভারতকে এখনও কষ্ট দেয়। আর তা হচ্ছে, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়। কিন্তু এরপর মুখোমুখি হওয়া পাঁচটি ম্যাচের কোনোটিতেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে অনুষ্ঠিত সর্বশেষ লড়াইয়ে রোহিত শর্মার দল ৭ উইকেটে জয়ী হয়।

এদিকে, পাকিস্তান যখন ধারাবাহিকতা না থাকা, ক্রিকেটারদের অফ ফর্ম- সবমিলিয়ে এক ধরনের অস্থিরতায় ভুগছে, তখন ভারত দারুণ ছন্দে রয়েছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ২২৯ রান তাড়া করে তারা ২১ বল ও ৬ উইকেট হাতে রেখেছে। ব্যাটিংয়ে শুবমান গিল সেঞ্চুরি করেছেন, আর দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরে আসা মোহাম্মদ শামি পাঁচ উইকেট পেয়েছেন।

আর এমন গুড কম্বিনেশনের দলকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে নিশ্চয়ই কোনো পরীক্ষা করতে চাইবে না ভারতের কোচ গৌতম গম্ভীর। যার জন্য ধারণা করা হচ্ছে- এই ম্যাচেও ভারতের সেই একাদশেই খেলবে, যারা বাংলাদেশকে পরাজিত করেছিল।

ব্যাটিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিল ইনিংস শুরু করবেন, যেহেতু তারা বাংলাদেশের বিপক্ষে ভাল পারফর্ম করেছেন, বিশেষত শুভমন গিল যিনি সেঞ্চুরি করেছিলেন। তিন নম্বরে থাকবে বিরাট কোহলি, যদিও কোহলি তেমন সেরা ফর্মে নেই, তবে তার খেলা নিশ্চিত। এরপর চার নম্বরে শ্রেয়াস আইয়ার এবং পাঁচ নম্বরে অক্ষর প্যাটেল। ছয়ে আসবেন লোকেশ রাহুল, যিনি উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন। বাকি অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে হার্দিক পান্ডিয়া এবং আট নম্বরে রবীন্দ্র জাদেজা। ভারতের তিন বোলার হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামিও থাকবেন একাদশে।

আর টুর্নামেন্টে সেমির দৌঁড়ে টিকে থাকতে এই ম্যাচে পাকিস্তান দলে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পাওয়ায় ওপেনার ফখর জামান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন এবং তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ইমাম উল হককে। ইমাম এবং বাবর আজম ওপেনিং করবেন। তিন নম্বরে খেলবেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আর চার নম্বরে সৌদ শাকিল এবং পাঁচ নম্বরে সালমান আগা থাকবেন। সাত নম্বরে অলরাউন্ডার খুশদিল শাহ খেলবেন। এছাড়া পাকিস্তানের বোলিং আক্রমণ হবে শাহিন আফ্রিদি এবং নাসিম শাহের ওপর নির্ভরশীল, পাশাপাশি হ্যারিস রউফও দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবেন।

  • ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

  • পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ

ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

আরবি/এফআই

Link copied!