বাঁচা-মরার লড়াইয়ে প্রথম ইনিংস শেষে ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন বাবর আজম এবং ইমাম উল হক। ব্যাট হাতে খুব একটা ভালো ফর্মে না থাকলেও এদিন দারুণ শুরু করেছিলেন বাবর। তবে ইনিংস বড় করতে পারেননি তারকা এই ব্যাটার। ২৫ বলে ২৩ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন তিনি।
তৃতীয় উইকেটে এসে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল। দুজনে মিলে গড়েন ১০৪ রানের জুটি। তবে খেলার গতি কমিয়ে দেন তারা। ১০৪ রানের জুটিতে দুজনে বল খেলেছেন ১৪৪টি।
৭৭ বলে ৪৬ রান করে দলীয় ১৫১ রানে পান্ডিয়ার বলে আউট হন রিজওয়ান। পরের ওভারে সৌদকে ফেরান হার্দিক পান্ডিয়া। ৭৬ বলে ৬২ রান করে আউট হয়েছেন সৌদ। দলের হাল ধরতে এসে ব্যর্থ হয়েছেন তৈয়ব তাহিরও। ৪ রান করে জাদেজার বলে বোল্ড হয়েছেন তিনি।
১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে একটি জুটি গড়ার চেষ্টা করেন সালমান আঘা এবং খুশদিল শাহ। তবে কুলদীপ যাদবের শিকার হয়ে সালমান ফিরলে ভাঙে ৩৫ রানের এই জুটি। ২৪ বলে ১৯ রান করে আউট হন ইনফর্ম সালমান। সালমানের বিদায়ের পরের বলে আউট হন শাহিন আফ্রিদিও। পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন ২০০।
লেজের সারির ব্যাটারদের নিয়ে সেখান থেকে পাকিস্তানকে ২৪১ রান পর্যন্ত নিয়ে যান খুশদিল। ৩৯ বলে ৩৮ রান করে শেষ ওভারে আউট হন খুশদিল। নাসিম শাহ ১৬ বলে করেন ১৪ রান।
ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ২ উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট গেছে হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে।