চ্যাম্পিয়ন ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এতে কাগজে-কলমে টিকে রইলেও পাকিস্তানের বিদায় অনেকটায় নিশ্চিত হয়ে গেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৪২ রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৪৫ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ভারত।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। ১৫ বলে ২০ রান করে বোল্ড আউট হন এই তারকা ব্যাটার। তবে গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি।
৫২ বলে ৪৬ রান করে গিল আউট হলেও ৬২ বলে ফিফটি তুলে নেন কোহলি। তাকে যোগ্য সঙ্গে দেন শ্রেয়াস আইয়ার। ৬৩ বলে ফিফটির দেখার পান এই তরুণ ব্যাটার। তবে ৫৬ রান করতে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ৬ বলে ৮ রান তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া।
তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বার প্রান্ত পৌঁছে যায় কোহলি। ৪২তম ওভার শেষে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৪ রান, আর সেঞ্চুরি জন্য কোহলির প্রয়োজন ছিল ৫ রান। প্রথমে দুটি সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে বাউন্ডারি হাকিয়ে দলকে জয়ে এনে দেওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরি তুলে নেন কোহলি।
পাকিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও আবরার আহমেদ ও খুশদিল শাহ একটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাবর আজম ও ইমাম-উল-হক। দুজনের ব্যাটে ভর করে ৮ ওভারে ৪১ রান তোলে পাকিস্তান। তবে নবম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেন রোহিত শর্মা।
আর ওভারের দ্বিতীয় বলেই ক্যাশ-আউট করেন এই পেস অলরাউন্ডার। ২৬ বলে ২৩ রান করেন এই পাক ওপেনার। পরের ওভারের দ্বিতীয় বলে ইমামকে রান আউট করেন অক্ষর প্যাটেল। এতে ৬ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
চারে ব্যাট করতে নেমে সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে ২৫ ওভার ১০০ রানের কোটা পার করেছে পাকিস্তান। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৬৩ বলে ফিফটি তুলে নেন শাকিল।
কিন্তু ৪ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রিজওয়ানকে। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে এক পা উপরে এসে অক্ষরকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড আউট হন পাক অধিনায়ক। পরের ওভারে শাকিলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন হার্দিক। এই দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।
এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন খুশদিল শাহ। এই বাঁ-হাতি ব্যাটার এক প্রান্ত আগলে রাখলেও উইকেট মিছিল শুরু করে বাকিরা। সালমান (১৯), শাহিন আফ্রিদি (০) ও নাসিম শাহ (১৪) ও হারিস রাউফ ৭ রানে আউট হন।
ইনিংসের ২ বল আগে রানাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন খুশদিল। এতে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ৩৯ বলে ৩৮ রান করেন খুশদিল।