‘ডু অর ডাই’ ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৯:২৪ এএম

‘ডু অর ডাই’ ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে একপেশে হারের পর চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিরুদ্ধে মাঠে নামবে শান্তরা। এই ম্যাচের পূর্বে পাকিস্তানের মাটিতে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের জন্য।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে কিউইরা ৩৩টি ম্যাচে জয়ী হয়েছে এবং টাইগাররা জয়ী হয়েছে ১১টি ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সবশেষ এই সংস্করণের দেখায় নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল নাজমুল শান্তরা।

বিশ্বকাপে ৫ দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কখনোই জয় হয়নি। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে ২৪৫ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই জয় পায়।

তবে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে স্মৃতিমধুর ম্যাচ ছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। কিউইদের ২৬৫ রানের লক্ষ্য ছুতে গিয়ে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপদে পড়ে, তখন জোড়া সেঞ্চুরিতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন ঘটিয়ে সাকিব-রিয়াদরা জয় এনে দিয়েছিলেন।

তবে, সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। শেষ ৫ ওয়ানডে ম্যাচে টাইগাররা পরপর হেরেছে, অন্যদিকে ব্ল্যাকক্যাপসরা মাত্র এক ম্যাচে পরাজিত হয়েছে।

আজ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে বাংলাদেশ, আর জিতলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারবে। এমন সমীকরণের ম্যাচে রাওয়ালপিন্ডির হাইস্কোরিং উইকেটে টাইগারদের জন্য কী অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়।

আরবি/এফআই

Link copied!