চ্যাম্পিয়ন্স ট্রফি

‘ডু অর ডাই’ ম্যাচে যে একাদশে নামতে পারে টাইগাররা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০১:২৬ পিএম

‘ডু অর ডাই’ ম্যাচে যে একাদশে নামতে পারে টাইগাররা

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ডু অর ডাই’ ম্যাচে আজ কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। টুর্নামেন্টে সেমির দৌঁড়ে টিকে থাকতে এই ম্যাচে যেকোনো মূল্যে জয় চায় টাইগারদের।

আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। বিশেষত মাহমুদউল্লাহ রিয়াদের ফিটনেসের উপর নির্ভর করবে তার খেলা। যদি মাহমুদউল্লাহ দলে ফিরেন, তবে সম্ভবত মুশফিকুর রহিমকে বাদ দেওয়া হতে পারে, কারণ মুশফিক গত ম্যাচে গোল্ডেন ডাক পেয়েছিলেন।

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচের পরিস্থিতি অনুযায়ী, তানজিম সাকিবের পরিবর্তে আজ স্কোয়াডে নাহিদ রানা দলে ফিরতে পারেন। অন্যদিকে, বাকি একাদশে তেমন কোনো বড় পরিবর্তন আশা করা হচ্ছে না।

নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

  • সৌম্য সরকার,
  • তানজিদ হাসান তামিম,
  • নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),
  • মেহেদী হাসান মিরাজ,
  • তাওহীদ হৃদয়,
  • মুশফিকুর রহিম,
  • জাকের আলি অনিক,
  • রিশাদ হোসেন,
  • তাসকিন আহমেদ,
  • নাহিদ রানা,
  • মুস্তাফিজুর রহমান।

 

আরবি/এফআই

Link copied!