ডু অর ডাই- সমীকরণ সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে।
এর আগে দুবাইয়ে ভারতের বিপক্ষে একাদশে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে আজ একাদশে দুটি পরিবর্তন করেছে টাইগাররা। যেখানে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে খেলতে নামছেন নাহিদ রানা, আর ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এবারের আসরে বাংলাদেশের শুরুটা হার দিয়ে হলেও নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে। ওই ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিউজিল্যান্ডেরও।
দুই দলের অতীত ইতিহাস অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলে না। ওয়ানডেতে সবমিলিয়ে ৪৫ বারের দেখায় ১১বার বাংলাদেশ জিতলেও আইসিসির ইভেন্টে মুখোমুখি ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। তবে স্বস্তির বিষয়, একমাত্র জয়টি এসেছে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে।
২০১৭ সালে কার্ডিফের ওই ম্যাচে কিউইদের ২৬৫ রান ৫ উইকেট আর ১৬ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের চার জন আছেন আজকের একাদশেও (মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান)।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিখাইল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইল ও’রৌরকে।