বাঁচা-মরার লড়াইয়ে টাইগারদের স্বল্পপুঁজি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:৪১ পিএম

বাঁচা-মরার লড়াইয়ে টাইগারদের স্বল্পপুঁজি

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুরুটা খুব খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন এই দুজন। এরপরই তানজিদ তামিমের থেমে যাওয়া। গ্লেন ফিলিপসকে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ হন এই ওপেনার। ১ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন বল সমান ২৪।

আগের ম্যাচে করেছিলেন ২৫, এবার ২৪। তানজিদ হাসান তামিম যেন তার ভালো শুরুটা কিছুতেই ধরে রাখতে পারছেন না। পারছেন না ইনিংস বড় করতে।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। শুরুতেই বড় ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার সেই ভালো শুরু থামলো ১৪ বলে ১৩ রানেই।

এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও হতাশ করেছেন। একের পর এক ডট খেলে শেষ পর্যন্ত আগ্রাসী হতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দিয়েছেন তিনি। ২৪ বলে হৃদয় করেন ৭।

অভিজ্ঞ মুশফিকুর রহিম (২) টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। আগের ম্যাচে শূন্য করা এই ব্যাটার এবার কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপমিডউইকেটে ক্যাচ দিয়েছেন।

সমালোচনা থাকলেও ওয়ানডেতে গত এক-দেড় বছরে নাজমুল হোসেন শান্ত বেশ ধারাবাহিকই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শূন্য রানে আউট হওয়ার পর আবারও পড়েছিলেন সমালোচনার মুখে।

তবে এক ম্যাচ পরই ফিফটি দিয়ে ছন্দে ফিরলেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

জাকের আলি দেখেশুনে খেলেছেন। দলকে নিয়ে গেছেন ৪৮ ওভার পর্যন্ত। তার ইনিংসটি থেমেছে দুর্ভাগ্যজনক রানআউটে। ৫৫ বলে ৪৫ আসে জাকেরের ব্যাট থেকে।

আরবি/এসবি

Link copied!