পাকিস্তানকে সঙ্গে নিয়ে ডুবল বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১০:৩৬ পিএম

পাকিস্তানকে সঙ্গে নিয়ে ডুবল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবীন্দ্রর শতকে ভর করে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করল কিউইরা। এর ফলে এবারের আসর থেকে পাকিস্তানকে সাথে নিয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলতে নেমে জয়ের জন্য লড়াইটুকুও করতে পারেনি লাল-সবুজের দল। আগে ব্যাট করে বড় পুঁজি সংগ্রহ করতে পারেননি নাজমুল হোসেন শান্তরা, ২৩৭ রানের লক্ষ্য দেন কিউইদের। এরপর বল করতে নেমে শুরুতেই বোলাররা ব্রেক থ্রু এনে দিলেও পরে অনায়াসেই জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাচীন রবীন্দ্রর দুর্দান্ত শতকে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ বল করতে নামার পর প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। টাইগার স্পিডস্টারের করা ওভারের ষষ্ঠ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন উইল ইয়াং। এরপর দলীয় ১৫ রানেই বিদায় নিতে হয় কিউইদের আরেক অভিজ্ঞ ব্যাটারকে।

ইয়াং ফেরার পর ক্রিজে আরেক ওপেনার কনওয়ের সঙ্গী হয়েছিলেন কেইন উইলিয়ামসন। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারেই নাহিদ রানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরতে হয় উইলিয়ামসনকে।

এদিকে উইলিয়ামসন ফেরার পর কনওয়েকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন রাচীন রবীন্দ্র। এ দুজন মিলে টাইগার বোলারদের দেখেশুনে খেলে গড়েছিলেন ৫৭ রানের জুটি। তবে ষোড়শ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হন কনওয়ে। সাজঘরে ফেরার আগে তিনি ৪৫ বলে করেছেন ৩০ রান।

কনওয়ে ফেরার পর ক্রিজে রবীন্দ্রের সঙ্গী হন ল্যাথাম। এ দুজন মিলে দুর্দান্ত এক জুতী গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। চতুর্থ উইকেটে রবীন্দ্র-ল্যাথাম জুটি স্কোরবোর্ডে যোগ করেছে ১২৯ রান। ল্যাথামের সঙ্গে এ জুটি গড়ার পথে নিজের ব্যক্তিগত শতকের দেখাও পান রবীন্দ্র। ৯৫ বলে ১০০ করা রবীন্দ্র অবশ্য দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। তার আগেই, ব্যক্তিগত ১১২ রানে থাকার সময়ই রিশাদ হোসেনের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।

রবীন্দ্র ফেরার পর ল্যাথামও সাজঘরে ফিরেন রান আউট হয়ে। তবে ৫৫ রান করে দলীয় ২১৪ রানে ল্যাথাম ফিরলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি কিউইদের। এরপর গ্লেন ফিলিপ্স ও মাইকেল ব্রেসওয়েল মিলে ২৬ রানের জুটি গড়ে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন।

নিউজিল্যান্ডের এই জয়ে বাংলাদেশের পাশাপাশি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তানও। ভারত-নিউজিল্যান্ড, এ দুই দলই দুইটি করে জয় পাওয়ায় শীর্ষ দুই দল হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। 

আরবি/এসবি

Link copied!