বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা যেন কিছুটা সহজ হয়ে উঠছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশ ছাড়া এত কম ম্যাচে ৬ সেঞ্চুরি হজম করেছে এমন কোন দল নেই। গতকাল টাইগারদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। এর মাধ্যমে তিনি ২৬ বছর আগে শচীন টেন্ডুলকারের গড়া বিশ্বরেকর্ড ভেঙেছেন। নিজের দেশের ইতিহাসেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র গতকাল আইসিসি টুর্নামেন্টে তার ৪র্থ সেঞ্চুরি অর্জন করেছেন। ২০২৩ বিশ্বকাপে তিনি ৩ সেঞ্চুরি করেছিলেন, আর গতকাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে বিপক্ষে খেলেছিলেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস। ২৫ বছর বয়সে এটি তার ৪র্থ সেঞ্চুরি এবং এতে করে শচীন টেন্ডুলকারকে টপকে গেছেন।
শচীন টেন্ডুলকারের ২৫ বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির সংখ্যা ছিল ৩টি, কিন্তু গতকাল রাচিন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে তাকে ছাড়িয়ে যান। এছাড়া, রাচিন বিশ্ব ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিষেকেই সেঞ্চুরি করেছেন।
কিন্তু রাচিনের কীর্তি এখানেই শেষ হয়নি। তিনি নিজ দেশের ইতিহাসে একটি বড় রদবদল এনেছেন। ২৫ বছর ৯৮ দিনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করে তিনি নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। এর আগে, ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার সময় কেইন উইলিয়ামসনের বয়স ছিল ২৬ বছর ২৯৮ দিন। আর, নিউজিল্যান্ডের হয়ে ৩০ বছরের আগে কেউ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেনি।
এদিন ১১২ রানের ইনিংসের মাধ্যমে রাচিন রবীন্দ্র এখন নিউজিল্যান্ডের ইতিহাসে আইসিসি ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক (৪টি)। তিনি দেশের ইতিহাসে দ্রুততম ১০০০ রান করার দিক থেকেও ৪র্থ স্থানে রয়েছেন।